নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
“পার করেই উঠবো, পৌঁছে যাব পাহাড়ও”—এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. রইস উদ্দিন, ডেপুটি ম্যানেজার মো. জলিলুর রহমান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মমতাজ খাতুন, ব্র্যাক প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মো. শফিকুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সেলপ প্রোগ্রামের অফিসার ছালমা আক্তার, সিও খাদিজা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, ব্র্যাকের এ কর্মসূচি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও তাদের আইনি সুরক্ষা বিষয়ে সচেতন করে তুলছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন, পাচ্ছেন তাদের অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান।
অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শেয়ার করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাকের ধারাবাহিক উদ্যোগকে প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও আইনি সুরক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তারা আরও উল্লেখ করেন, স্বপ্নসারথী কর্মসূচির মূল লক্ষ্য হলো—"পার করেই উঠবো, পৌঁছে যাব পাহাড়ও" এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া। এ কর্মসূচির মাধ্যমে নারীরা সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি কর্মসূচির সফলতার গল্প এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও আইনি সুরক্ষার জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।