তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে চেক প্রতারণার তিনটি পৃথক মামলায় চক জয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতাজ মহলকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি সমপরিমাণ অর্থ ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-৩ ও অর্থঋণ আদালতের বিচারক মিশকাত শুকরানা এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পিপি দেলোয়ার হোসেন মন্টু জানান, তিনটি মামলায় আদালত মমতাজ মহলকে প্রতিটি মামলায় এক বছর করে মোট তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালে ব্যক্তিগত প্রয়োজনে মমতাজ মহল তাড়াশ উপজেলার তিনজনের কাছ থেকে মোট ৪৫ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি বাদীদের ভুয়া চেক প্রদান করেন। ব্যাংকে চেকগুলো জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়, কারণ তার হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না।
পরে ক্ষতিগ্রস্তরা পৃথক তিনটি চেক প্রতারণার মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ ওই শিক্ষিকাকে তিন বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ ফেরতের আদেশ দেন।