তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশের বিভিন্ন বাজারে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল থেকে রাত অবদি উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দিঘীবাজার ও সগুনা ইউনিয়নের সগুনা বাজার এলাকায় ওই লিফলেট বিতরণ করেন তাড়াশ উপজেলা যুবদলের আহবায়ক শাহ্ আলম ফকির।
পরে দিঘী বাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফএম শাহ্ আলম ফকির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক তারেক রহমান , পিএম নজরুল, সোহেল রানা, মিলন খান, উপজেলা যুবদলের সদস্য সেলিম জাহাঙ্গীর বাটুল, শফি আহমেদ, জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবদলের সদস্য আ:করিম, বাচ্চু,সহ আরো অনেকে।
এ সময় উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন।