তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে ঝুরঝুরি লক্ষীপুর দাখিল মাদ্রাসায় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে স্থগিত চেয়েছেন অভিভাবক ও এলাকাবাসী। তারাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেনে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের সুপার মজিবর রহমান গত ১২ নভেম্বর ২০২৫ইং তারিখে এলাকার লোকজনকে অবহিত না করে নিজ আত্মীয় স্বজনদের মধ্যে থেকে সভাপতি, অভিভাবক সদস্য ও বিদ্যুৎসাহী সদস্য নিয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি গঠন করেন। যা ছিলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের নিয়মনীতি পরিপন্থী। অবৈধ ভাবে গঠিত উক্ত কমিটি স্থগিত চেয়ে অভিভাবক সদস্য মনিরুজ্জামান মনিসহ শতাধিক অভিভাবক ও এলাকাবাসীর স্বাক্ষরিত অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা বরাবর দাখিল করা হয়।
এ ব্যাপারে ঝুরঝুরি লক্ষীপুর দাখিল মাদ্রাসার সুপার মজিবর রহমান বলেন, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের সকল নিয়মনীতি মেনেই উক্ত কমিটি গঠন করা হয়েছে। এখানে কোন ধরণের স্বজন প্রীতি করা হয়নি।
এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আমি ঢাকায় প্রশিক্ষণে আছি, কর্ম স্থলে ফিরে অভিযোগের বিষয়টি ক্ষতিয়ে দেখে অসঙ্গতি পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।