তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিবাদমান পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ঘটনা ঘটেছে শুক্রবার সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে । আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া ও ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরাপপুর গ্রামের প্রায় ৮ বিঘা জলাশয়ের 'মঙ্গলা পুকুর' নিয়ে নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের সুফলভোগীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকালে এক পক্ষ মাছ ধরতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টার বেশী সময় ধরে চলা ওই সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে রাশেদুল ইসলাম রাসু ,আলমাছ উদ্দিন, শহিদুল ইসলাম , শরিফুল ইসলাম, দেলবর হোসেন, নজরুল ইসলাম,কাওসার হোসেন ,সোবাহান আলী ও আব্দুল জলিল,আব্দুল বারিক,মনিরুল ইসলাম,শাকিল আহম্মেদসহ কমপক্ষে ৩০জন গুরুতর আহত হয়। আহতের মধ্যে রাশেদুল ইসলাম রাসু ,আলমাছ উদ্দিন, শহিদুল ইসলাম , শরিফুল ইসলাম, দেলবর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেও বগুড়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা তাড়াশ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার জানান, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, "সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় এখনো কোন পক্ষ মামলা দায়ের করেন নি।