তাড়াশ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দেশীগ্রাম ইউনিয়নে অরাজনৈতিক সংগঠন "দেওড়া তাকওয়া সংস্থা"র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
শুভ উদ্ধোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভি.পি আয়নুল হক
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর তাড়াশ উপজেলার সেক্রেটারী মাওলানা শাহজাহান আলী,পৌর জামায়েতের সভাপতি কাওছার হাবীব,জামায়েত ইসলামী দেশীগ্রাম ইউনিয়নের সভাপতি মো. মাসুদুর রহমান,
দেশীগ্রাম ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি রুহুল আমিন,যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন আলম,সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে অরাজনৈতিক সংগঠন "দেওড়া তাকওয়া সংস্থা"র উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শীতার্ত মানুষদের নিয়ে আসা হয় বিতরণ কেন্দ্রে। সেখানে তাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল প্রাপ্ত শীতার্তরা এ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই শীতে কম্বল পাওয়ার কারণে তারা ভালো থাকতে পারবেন।
সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ভি.পি আয়নুল হক বলেন, "আমরা সমাজের সকল শ্রেণির মানুষের পাশে দাঁড়াতে চাই। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে গর্বিত।"
উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ উদ্যোগের প্রশংসা করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ আরও অব্যাহত থাকা উচিত।
এই কম্বল বিতরণ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সকল সদস্য বৃন্দ। সংগঠনের এ উদ্যোগ এলাকায় আলোচিত হয়েছে,দেওড়া তাকওয়া সংস্থা'র সদস্য বৃন্দ বলেন আগামীতে তাদের এধারা অব্যহত থাকবে।