তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আউটসোর্সিং পদ্বতিতে আর্থিক স্বাবলম্বি হওয়ার লক্ষ্যে তরুন-তরুণীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’র বাস্তবায়নে ওই কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। স্বাগত বক্তব্য রাখেন, এসডিএফ-এর পরিচালক হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রশিক্ষক হুমায়ুন কবির লিমন, কর্মসূচি সুপার ভাইজার রেখা খাতুন, সংস্থার কার্যকরী সদস্য এম এইচ খাঁন প্রমূখ। উল্লেখ্য, উক্ত কর্মসূচির আওতায় ৪০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হবে।