তাড়াশ ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জাকের পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর বাজারে কৃষকফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি খন্দকার আলা উদ্দিনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩'শ আসনে প্রার্থী দিবে জাকের পার্টি। ওই নির্বাচনে জাকের পার্টিই সরকার গঠন করবে। তিনি সকলকে জাকের পার্টির পতাকা তলে আসার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
জাকের পার্টির বিভাগীয় সাংগঠনিক সহ সভাপতি আব্দুল গনি মোল্লা, জেলা কৃষকফ্রন্টের সভাপতি আলা উদ্দিন, তাড়াশ উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী প্রামানিক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি
আব্দুল জলিল বিএসসি, জেলা ছাত্রফ্রন্ট সভাপতি ওয়াজেদ আলী, জেলা মৎস্য জীবিফ্রন্ট সভাপতি আবু সাইদ, জেলা মহিলাফ্রন্ট সভানেত্রী সানজিদা তালুকদার হেনাসহ অনেকে।
অনুষ্ঠান শেষে এক র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।