শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলমের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল থেকেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা যুব সমাবেশে যোগ দিতে র্যালি ও ব্যানার হাতে তাড়াশ বাঁশ বাজার খেলার মাঠে জমায়েত হতে থাকে। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্লোগানে শ্লোগানে মূখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।
র্যালী শেষে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহআলম, সাবেক ছাত্রদল নেতা খন্দকার নূরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পিএম নজরুল ও সোহেল প্রধান প্রমূখ।
এ সময় উপজেলা যুবদলের আহবায়ক এফ এম শাহ আলম তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া যুবদল সব সময়ই সক্রিয় ছিল। এখনও সক্রিয় থাকবে। তিনি আরো বলেন, সিরাজগঞ্জ -৩ আসন থেকে তারুণ্যের অহংকার তারেক রহমান যাকেই ধানের শীষ প্রতীক দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত করবেন তাঁর পক্ষেই যুবদল কাজ করবে। তিনি বলেন, যুবদল সকল ষড়যন্ত্রকে রূখে দিয়ে আগামী সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ। উল্লেখ্য, উক্ত যুব সমাবেশে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরাও অংশ গ্রহন করেন।