মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ টাইফয়েট কনজুগেটেড ভ্যাকসিন (টিসিবি) ক্যাম্পেইনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ রাজশাহী বিভাগে তৃতীয় স্থান অর্জন করে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড -২০২৫ লাভ করেছে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাজশাহী সীমান্ত অবকাশ কনফারেন্স রুমে ১১ ডিসেম্বরে অ্যাওয়ার্ডটি গ্রহন করেন তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এরফান আহম্মেদ।
রাজশাহী স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা: মোঃ হাবিবুর রহমান সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা: খায়ের আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা: এ বি এম আবু হানিফসহ রাজশাহী বিভাগের সকল সিভিল সার্জন ও সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তাগণ।
এ প্রসঙ্গে ডা. এরফান আহম্মেদ বলেন, স্বীকৃতি কাজের উদ্যোমকে বাড়িয়ে দেয়। এ অর্জন তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও উদ্যোমী করে তুললো। এ অর্জনকে ধরে রাখার জন্য আমাদের সকল প্রচেষ্টা অব্যহত থাকবে। এ অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে ৬৭ টি উপজেলার মধ্যে তাড়াশ উপজেলা উক্ত প্রোগ্রামটিতে ৯৯.৯৯ ভাগ সফলতা অর্জন করায় ওই পুরুস্কার লাভ করে। ওই প্রোগ্রামের মাধ্যমে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের নিচে সকল শিশুকে টিসিবি টিকা প্রদান করা হয়েছে।