শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কড্ডার মোড়ে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনার পর দুই সন্দেহভাজন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১২। গত ৩ অক্টোবর, ২০২৫ তারিখ ঢাকাগামী লেনে দেশীয় অস্ত্রধারী ১৪-১৫ জনের একটি ডাকাত দল একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রীদের মারধর ও গাড়ি ভাঙচুর করে মালামাল লুট করে।
এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ৫ অক্টোবর যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর বিকেলে র্যাব-১২, সদর কোম্পানির একটি দল সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন: মোঃ বাবু (৩৪), পিতা-রহম আলী শেখ, সাং-মোহনপুর, সিরাজগঞ্জ সদর। ও সাহা (২৯), পিতা-সহিদ, সাং-নতুন সয়দাবাদ, সিরাজগঞ্জ সদর। সিরাজগঞ্জ র্যাব-১২, সদর কোম্পানির কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বলেন,গ্রেফতারের পর আসামিদের সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।