শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে তফসিল অফিস মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সোনাখাড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে উঠান বৈঠকে সোনা খারা ইউনিয়ন বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ নির্বাচন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ- সলঙ্গা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর।
এ সময় বক্তারা বক্তব্য দেন তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সিরাজগঞ্জ-৩ আসনে ক্লিনইমেজের ত্যাগী নেতাকে বিএনপির মনোনয়ন দিলে আমরা বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করতে পারবো।
বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর প্রধান অতিথির বক্তব্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি আমাকে দায়িত্ব দেন তাহলে আমি রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা উপজেলাকে চাঁদাবাজ এবং সন্ত্রাসমুক্ত করবো ইনশাল্লাহ।