শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১২ অপরাহ্ন
তাড়াশ প্রতিনিধি:সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নায়েব আলী (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি ৬ নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নায়েব আলী তাড়াশ উপজেলার দেবিপুর গ্রামের মৃত রব্বান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মহাসড়কের মহিষলুটি বাজারে ৬ নং ব্রিজ সংলগ্ন নামক স্থানে ঢাকা-রাজশাহীগামী হানিফ এন্টারপ্রাইজ একটি বাসের সঙ্গে অপরদিকে থেকে আসা হাঁস ও মুরগি বহনকারী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানটি রাস্তার দক্ষিণ পাশে উল্টো যায়। এসময় পিকআপভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই পথচারী নায়েব আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিসকে জানালে দিলে গাড়ির নিচে থেকে মরদেহ উদ্ধার করে।