শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
তাড়াশে প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ” তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ ১৬ লাখ টাকার মালামাল চুরি তাড়াশের নওগাঁ হাটে দোকান ও বাড়িতে চুরি স্থগিত চেয়েছেন অভিভাবক ও এলাকাবাসি তাড়াশে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তাড়াশে কৃষককে কুপিয়ে ২ লাখ টাকার গরু ছিনতাই তাড়াশে ধানের শীষের পক্ষে মিছিল অনুষ্ঠিত তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৯ জন গ্রেপ্তার তাড়াশে ভিপি আয়নুলের জনসংযোগ ও পথসভা তাড়াশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যুব সমাবেশ অনুষ্ঠিত বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত পথচারী তাড়াশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি ও কর্মীসভা অনুষ্ঠিত তাড়াশে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি ও কর্মীসভা অনুষ্ঠিত র‌্যাব-১২’র সংবাদ সম্মেলন সপ্তম শ্রেণির মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নাইম গ্রেপ্তার তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বিতরণে রায়গঞ্জে উঠন বৈঠক তিন মাস আগে ভালোবেসে বিয়ে: লাশ হয়ে ফিরলেন সুমী খাতুন কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশের বিভিন্ন বাজারে পথ সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তাড়াশে উপজেলা যুবদলের আহবায়ক শাহ্ আলম ফকিরের নেতৃত্বে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও মাছ ধরার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

তাড়াশে স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেটের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:
“পার করেই উঠবো, পৌঁছে যাব পাহাড়ও”—এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. রইস উদ্দিন, ডেপুটি ম্যানেজার মো. জলিলুর রহমান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মমতাজ খাতুন, ব্র্যাক প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মো. শফিকুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সেলপ প্রোগ্রামের অফিসার ছালমা আক্তার, সিও খাদিজা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, ব্র্যাকের এ কর্মসূচি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও তাদের আইনি সুরক্ষা বিষয়ে সচেতন করে তুলছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন, পাচ্ছেন তাদের অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান।

অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সাফল্যের গল্প শেয়ার করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাকের ধারাবাহিক উদ্যোগকে প্রশংসা জানিয়ে ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও আইনি সুরক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তারা আরও উল্লেখ করেন, স্বপ্নসারথী কর্মসূচির মূল লক্ষ্য হলো—”পার করেই উঠবো, পৌঁছে যাব পাহাড়ও” এই স্লোগানকে বাস্তবে রূপ দেওয়া। এ কর্মসূচির মাধ্যমে নারীরা সামাজিক ও অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

অনুষ্ঠানে গ্রাজুয়েশন সম্পন্ন করা অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি কর্মসূচির সফলতার গল্প এবং অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা ব্র্যাকের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নারীর ক্ষমতায়ন, সামাজিক উন্নয়ন ও আইনি সুরক্ষার জন্য আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *